![]() |
Earth |
1.যেখানে আকাশ এসে পৃথিবীতে মেশে তাকে বলে ---
দিগন্ত / সীমান্ত /মরুদ্যান ।
উঃ-দিগন্ত
2.পৃথিবী আসলে গোলাকার প্রথম বলেন ---- পিথাগোরাস / এরাটোসথেনিস/ টলেমি ।
উঃ- এরাটোসথেনিস ।
3.পৃথিবীর গড় ব্যাসার্ধ --- 4600 / 6400 / 6040 কিমি ।
উঃ-6400 কিমি ।
4.পৃথিবীর পরিধি প্রায় ---- 45000 / 12714 / 40000 কিমি ।
উঃ-40000 কিমি ।
5.পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরুব্যাসের মধ্যে ব্যবধান --- 42 / 52 / 62 কিমি ।
উঃ-42 কিমি
6.কোনো বস্তুর ওজন নিরক্ষরেখায় ---- কম হয় / বেশি হয় / একই থাকে ।
উঃ- কম হয় ।
7. পৃথিবীতে মোট অক্ষ রেখার সংখ্যা ---- 90 / 179 / 88 টি ।
উঃ- 179 টি ।
8.মূলমধ্য রেখার মান ------ 90° / 0° / 50° ।
উঃ- 0° ।
9.মহাবৃত্ত বলা হয় ---- নিরক্ষরেখা / মূলমধ্যরেখা / কর্কটক্রান্তি রেখা কে ।
উঃ- নিরক্ষরেখা কে ।
10.ভারতের উপর দিয়ে যে অক্ষরেখা প্রসারিত সেটি হল --- নিরক্ষরেখা / কর্কটক্রান্তি রেখা / মকরক্রান্তিরেখা ।
উঃ- কর্কটক্রান্তি রেখা ।
11.অক্ষরেখা গুলি হল ---- পূর্ণবৃত্ত / অর্ধবৃত্ত / সমবৃত্ত ।
উঃ- পূর্ণবৃত্ত ।
12.বিষুবরেখা হল ----- মূলমধ্যরেখা / কর্কটক্রান্তি রেখা / নিরক্ষরেখার আর এক নাম ।
উঃ- নিরক্ষরেখা ।
13.পৃথিবীর মোট দ্রাঘিমা রেখার সংখ্যা ----- 178 / 360 / 88 টি ।
উঃ- 360 টি ।
14. 180° দ্রাঘিমা রেখার অপর নাম ---- নিরক্ষরেখা / কর্কটক্রান্তি রেখা / আন্তর্জাতিক তারিখ রেখা ।
উঃ- আন্তর্জাতিক তারিখ রেখা ।
15.অক্ষরেখাগুলির অপর নাম --- নিরক্ষরেখা /সমাক্ষরেখা / মূলমধ্যরেখা ।
উঃ- সমাক্ষরেখা ।
16.দ্রাঘিমারেখাকে --- সমাক্ষরেখা / নিরক্ষরেখা / দেশান্তররেখা বলে ।
উঃ- দেশান্তররেখা ।
17. অক্ষাংশ পরিমাপ করার যন্ত্রের নাম হল --- ক্রেসকোগ্রাফ / সেক্সট্যান্ট / ব্যারোমিটার ।
উঃ- সেক্সট্যান্ট ।
18.পৃথিবীতে আলো ও অন্ধকার যে বৃত্তাকার সীমারেখায় পরস্পর মিলিত হয় তাকে বলে ---- অধিবৃত্ত / উপবৃত্ত / ছায়াবৃত্ত ।
উঃ- ছায়াবৃত্ত ।
19.নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ ঘন্টায় ---- 1670 / 1550 / 1450 কিমি ।
উঃ- 1670 কিমি ।
20.অস্ট্রেলিয়ার মানুষেরা বড়ো দিন উৎসব পালন করে ----- গ্রীষ্মকালে / শীতকালে / বর্ষা কালে ।
উঃ- গ্রীষ্মকালে ।