সৌরজগৎ

   সৌরজগৎ সম্পর্কে:----


1. সূর্য বাদে আমাদের সবচেয়ে কাছের তারা কোনটি ?
সাইরিয়াস/আলফা সেন্টাউরি/প্রক্সিমা সেন্টাউরি/বেটেলডেক্স।
উঃ:প্রক্সিমা সেন্টাউরি ।

2.সূর্য থেকে আলো আসতে সময় নেয় ---
8মিনিট 20সেকেন্ড/10মিনিট 10সেকেন্ড/15মিনিট15সেকেন্ড ।
উঃ -8মিনিট 20সেকেন্ড ।
3.উত্তর আকাশে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র ----
শুকতারা/ধ্রুব তারা/হ‍্যাডলির অকট‍্যান্ট ।
উঃ -শুকতারা ।

4.সৌর জগতে বামন গ্রহের সংখ্যা ---2/5/8 টি
উঃ -5 টি ।
5.সৌরপরিবারের অন্তঃস্থ গ্রহের সংখ্যা---6/4/5 ।
উঃ- 4 টি ।
6.সৌরজগতের শীতলতম গ্রহ--- নেপচুন/ইউরেনাস/বুধ ।
উঃ - ইউরেনাস ।
7.সবুজ গ্রহ হল--- পৃথিবী/নেপচুন /ইউরেনাস ।
উঃ- ইউরেনাস 
8.পরিক্রমণে সর্বাধিক সময় লাগে --- নেপচুনের/শনির/ইউরেনাসের ।
উঃ- নেপচুন 
9.পৃথিবী থেকে ----- চাঁদকে ছোটো, সূর্যকে বড়ো /চাঁদ সূর্য দুটোই সমান /সূর্যকে ছোটো , চাঁদকে বড়ো দেখায় ।
উঃ - চাঁদ সূর্য দুটোই সমান ।
10.সৌরজগতের উষ্ণতম গ্রহ --- বুধ/শুক্র /বৃহস্পতি ।
উঃ - শুক্র ।
11.সৌরজগতের বৃহত্তম গ্রহাণু ---- সেরেস/হার্সেস/আর্যভট্ট ।
উঃ - সেরেস
12.সৌরজগতের বৃহত্তম উপগ্রহ ---  মিরান্ডা /ট্রাইটন /টাইটান ।
উঃ - টাইটান ।
13.সৌরঝড় তীব্র হয় --- 10/11/12 বছর অন্তর ।
উঃ - 11 বছর অন্তর ।
14.পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে না -- মঙ্গল গ্রহ / শুক্র গ্রহ /নেপচুন গ্রহ ।
উঃ -শুক্র গ্রহ ।
15.সৌরপরিবারের বহিঃস্থ গ্রহের সংখ্যা --- 5/4/6 টি ।
উঃ- 4টি ।
16.যে গ্রহের 1 দিন 1 বছরের চেয়ে বড়ো সেটি হল --- বুধ /বৃহস্পতি /শুক্র গ্রহ ।
উঃ- শুক্র ।
17.সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ --- পৃথিবী / বৃহস্পতি / শুক্র ।
উঃ- শুক্র ।
18.সৌরজগতের বৃহত্তম বামন গ্রহ --- প্লুটো/ এরিস /ইউরোপা ।
উঃ-এরিস ।
19.সৌরজগতের ক্ষুদ্রতম বামন গ্রহ --- প্লুটো / এরিস / সেরেস ।
উঃ- সেরেস ।
20.সৌরজগতের বৃহত্তম অন্তঃস্থ গ্রহ হল --- শুক্র / পৃথিবী /বৃহস্পতি ।
উঃ- পৃথিবী ।
21.যে গ্রহটি সবচেয়ে দ্রুত পরিক্রমণ করে সেটি হল --- বুধ / শনি / ইউরেনাস ।

উঃ- বুধ
22.শনি ছাড়া আর যে গ্রহের বলয় আছে সেটি হল -- শুক্র /ইউরেনাস /নেপচুন ।
উঃ- ইউরেনাস ।