1.পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হল ---- এভারেস্ট / কাঞ্চনজঙ্ঘা / গডউইন অস্টিন ।
উঃ- গডউইন অস্টিন
2.জোজিলা গিরিপথ অবস্থিত --- কাশ্মীর / হিমাচল প্রদেশ / কুমায়ুন হিমালয়ে ।
উঃ- কাশ্মীর
3.গডউইন অস্টিন শৃঙ্গটি অবস্থিত ---- হিমালয় / কারাকোরাম / নীলগিরি ।
উঃ-কারাকোরাম
4.কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর ----- প্রথম / দ্বিতীয় / তৃতীয় উচ্চতম শৃঙ্গ ।
উঃ-তৃতীয়
5. লা শব্দের অর্থ ---- গিরিপথ / গিরিখাত / গিরিশিখর ।
উঃ-গিরিপথ
6.সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ ---- মুলানগিরি / ধূপগড় / মানপুর ।
উঃ-ধূপগড়
7.পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ ---- মলয়গিরি / মহেন্দ্রগিরি / আর্মাকোন্ডা ।
উঃ-আর্মাকোন্ডা
8.পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ----- দোদাবেতা / কালসুবাই / আনাইমুদি ।
উঃ-আনাইমুদি
9.দক্ষিণ ভারতের শস্যভান্ডার বলা হয় ---- করমন্ডল / কঙ্কণ /মালাবার উপকূলকে ।
উঃ- করমন্ডল
10.কাঞ্চণজঙ্ঘার উচ্চতা --- 8848 মিটার / 8611 মিটার / 8586 মিটার ।
উঃ- 8586 মিটার
11.পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ অবস্থিত ---- হিমাচল / হিমাদ্রি / শিবালিক হিমালয়ে ।
উঃ- হিমাদ্রি
12.ভারতের পূর্বসীমা বরাবর আছে ----- নাগা / নামচাবারওয়া /ডাফালা পর্বত ।
উঃ- নাগা
13.শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন অরণ্যাবৃত অঞ্চল হল --- তরাই / ভাবর / ডুয়ার্স ।
উঃ- তরাই
14. গারো পাহাড় অবস্থিত ---- অরুণাচল প্রদেশে / মেঘালয়ে / মণিপুরে ।
উঃ-মেঘালয়ে
15.পূর্ব-পশ্চিমে প্রসারিত সমান্তরাল হিমালয়ের শ্রেণিগুলির সর্ব দক্ষিণে আছে ----- টেথিস / শিবালিক / হিমাচল হিমালয় ।
উঃ-শিবালিক
16.উপদ্বীপীয় মালভূমি অঞ্চলকে দ্বিধাবিভক্ত করেছে ---- তাপ্তী / নর্মদা / মহানদী ।
উঃ-নর্মদা
17.মালাবার উপকূলের আবদ্ধ জলাভূমিকে বলে ----- কয়াল / উপহ্রদ / লেগুন ।
উঃ- কয়াল
18.গঙ্গার শীর্ষ নদীর নাম --- ভাগীরথী / হূগলি / অলকানন্দা ।
উঃ-ভাগিরথী
19.দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হল--- গোদাবরী / কৃষ্ণা /কাবেরী ।
উঃ-গোদাবরী
20.শিবসমুদ্রম জলপ্রপাত --- কাবেরী / কৃষ্ণা / গোদাবরী নদীতে অবস্থিত ।
উঃ-কাবেরী
21.দক্ষিণ ভারতের গঙ্গা বলে --- কাবেরী / গোদাবরী / কৃষ্ণা নদীতে ।
উঃ-গোদাবরী
22.ভারতের বৃহত্তম কয়াল হল --- ভেম্বানাদ কয়াল / চিল্কা / ভীম ।
উঃ-ভেম্বানাদ কয়াল
23.ভারতের বৃহত্তম উপহ্রদ --- কোলেরু / চিল্কা / পুলিকট ।
উঃ- চিল্কা
24.সিকিম ও তিব্বতের মধ্যে --- জোজিলা / নাথুলা / খাইবার ।
উঃ-নাথুলা
25.পশ্চিমঘাট পর্বতের উত্তর ভাগের নাম --- হিমাদ্রি / সহ্যাদ্রি / শিবালিক ।
উঃ- সহ্যাদ্রি ।
26.টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উঃ- লিওপারগেল
27.ভারতের বৃহত্তম হ্রদ কোনটি ?
উঃ- উলার হ্রদ
28.ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি ?
উঃ- সিয়াচেন ।
29.কোন পর্বতকে বসুধার ধবলশীর্ষ বলা হয় ?
উঃ- কারাকোরাম পর্বতকে ।
30.গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উঃ- নুকরেক ।
31.ধুঁয়াধার জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ?
উঃ- নর্মদা নদীতে ।
32.পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উঃ- জিন্দাগাধা ।
33.নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উঃ- দোদাবেতা ।
34.দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উঃ- আনাইমুদি ।
35.পশ্চিমঘাটের দক্ষিণতম শৃঙ্গের নাম কি ?
উঃ- অগস্ত্যকূটম ।
36.কচ্ছ শব্দের অর্থ কী ?
উঃ- জলময় দেশ ।
37.আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উঃ- স্যাডল পীক ।
38.অরুনাচলপ্রদেশে ব্রহ্মপুত্র নদ কি নামে পরিচিত ?
উঃ- ডিহং
39.শ্রীনগর ও জম্মুর মধ্যে কোন গিরিপথ অবস্থিত ?
উঃ- বানিহাল ।
40.ভারতের উচ্চতম শহর কোনটি ?
উঃ- লে ।
41.লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
উঃ- মণিপুর ।
42.ভারতের বৃহত্তম লবনাক্ত জলের হ্রদ কোনটি ?
উঃ-সম্বর ।
43.ভারতের উচ্চতম হ্রদ কোনটি ?
উঃ- প্যাংগং
44.হুড্রু জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ?
উঃ- সুবর্ণরেখা নদীতে ।
45.ভারতের নরওয়েস্টার কাকে বলে ?
উঃ- কালবৈশাখী ঝড়কে ।
46.ভারতের উষ্ণ ও শুষ্ক ঝড় রাজস্থানে কি নামে পরিচিত ?
উঃ- আঁধি ।
উঃ- গডউইন অস্টিন
2.জোজিলা গিরিপথ অবস্থিত --- কাশ্মীর / হিমাচল প্রদেশ / কুমায়ুন হিমালয়ে ।
উঃ- কাশ্মীর
3.গডউইন অস্টিন শৃঙ্গটি অবস্থিত ---- হিমালয় / কারাকোরাম / নীলগিরি ।
উঃ-কারাকোরাম
4.কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর ----- প্রথম / দ্বিতীয় / তৃতীয় উচ্চতম শৃঙ্গ ।
উঃ-তৃতীয়
5. লা শব্দের অর্থ ---- গিরিপথ / গিরিখাত / গিরিশিখর ।
উঃ-গিরিপথ
6.সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ ---- মুলানগিরি / ধূপগড় / মানপুর ।
উঃ-ধূপগড়
7.পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ ---- মলয়গিরি / মহেন্দ্রগিরি / আর্মাকোন্ডা ।
উঃ-আর্মাকোন্ডা
8.পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ----- দোদাবেতা / কালসুবাই / আনাইমুদি ।
উঃ-আনাইমুদি
9.দক্ষিণ ভারতের শস্যভান্ডার বলা হয় ---- করমন্ডল / কঙ্কণ /মালাবার উপকূলকে ।
উঃ- করমন্ডল
10.কাঞ্চণজঙ্ঘার উচ্চতা --- 8848 মিটার / 8611 মিটার / 8586 মিটার ।
উঃ- 8586 মিটার
11.পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ অবস্থিত ---- হিমাচল / হিমাদ্রি / শিবালিক হিমালয়ে ।
উঃ- হিমাদ্রি
12.ভারতের পূর্বসীমা বরাবর আছে ----- নাগা / নামচাবারওয়া /ডাফালা পর্বত ।
উঃ- নাগা
13.শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন অরণ্যাবৃত অঞ্চল হল --- তরাই / ভাবর / ডুয়ার্স ।
উঃ- তরাই
14. গারো পাহাড় অবস্থিত ---- অরুণাচল প্রদেশে / মেঘালয়ে / মণিপুরে ।
উঃ-মেঘালয়ে
15.পূর্ব-পশ্চিমে প্রসারিত সমান্তরাল হিমালয়ের শ্রেণিগুলির সর্ব দক্ষিণে আছে ----- টেথিস / শিবালিক / হিমাচল হিমালয় ।
উঃ-শিবালিক
16.উপদ্বীপীয় মালভূমি অঞ্চলকে দ্বিধাবিভক্ত করেছে ---- তাপ্তী / নর্মদা / মহানদী ।
উঃ-নর্মদা
17.মালাবার উপকূলের আবদ্ধ জলাভূমিকে বলে ----- কয়াল / উপহ্রদ / লেগুন ।
উঃ- কয়াল
18.গঙ্গার শীর্ষ নদীর নাম --- ভাগীরথী / হূগলি / অলকানন্দা ।
উঃ-ভাগিরথী
19.দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হল--- গোদাবরী / কৃষ্ণা /কাবেরী ।
উঃ-গোদাবরী
20.শিবসমুদ্রম জলপ্রপাত --- কাবেরী / কৃষ্ণা / গোদাবরী নদীতে অবস্থিত ।
উঃ-কাবেরী
21.দক্ষিণ ভারতের গঙ্গা বলে --- কাবেরী / গোদাবরী / কৃষ্ণা নদীতে ।
উঃ-গোদাবরী
22.ভারতের বৃহত্তম কয়াল হল --- ভেম্বানাদ কয়াল / চিল্কা / ভীম ।
উঃ-ভেম্বানাদ কয়াল
23.ভারতের বৃহত্তম উপহ্রদ --- কোলেরু / চিল্কা / পুলিকট ।
উঃ- চিল্কা
24.সিকিম ও তিব্বতের মধ্যে --- জোজিলা / নাথুলা / খাইবার ।
উঃ-নাথুলা
25.পশ্চিমঘাট পর্বতের উত্তর ভাগের নাম --- হিমাদ্রি / সহ্যাদ্রি / শিবালিক ।
উঃ- সহ্যাদ্রি ।
26.টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উঃ- লিওপারগেল
27.ভারতের বৃহত্তম হ্রদ কোনটি ?
উঃ- উলার হ্রদ
28.ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি ?
উঃ- সিয়াচেন ।
29.কোন পর্বতকে বসুধার ধবলশীর্ষ বলা হয় ?
উঃ- কারাকোরাম পর্বতকে ।
30.গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উঃ- নুকরেক ।
31.ধুঁয়াধার জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ?
উঃ- নর্মদা নদীতে ।
32.পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উঃ- জিন্দাগাধা ।
33.নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উঃ- দোদাবেতা ।
34.দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উঃ- আনাইমুদি ।
35.পশ্চিমঘাটের দক্ষিণতম শৃঙ্গের নাম কি ?
উঃ- অগস্ত্যকূটম ।
36.কচ্ছ শব্দের অর্থ কী ?
উঃ- জলময় দেশ ।
37.আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উঃ- স্যাডল পীক ।
38.অরুনাচলপ্রদেশে ব্রহ্মপুত্র নদ কি নামে পরিচিত ?
উঃ- ডিহং
39.শ্রীনগর ও জম্মুর মধ্যে কোন গিরিপথ অবস্থিত ?
উঃ- বানিহাল ।
40.ভারতের উচ্চতম শহর কোনটি ?
উঃ- লে ।
41.লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
উঃ- মণিপুর ।
42.ভারতের বৃহত্তম লবনাক্ত জলের হ্রদ কোনটি ?
উঃ-সম্বর ।
43.ভারতের উচ্চতম হ্রদ কোনটি ?
উঃ- প্যাংগং
44.হুড্রু জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ?
উঃ- সুবর্ণরেখা নদীতে ।
45.ভারতের নরওয়েস্টার কাকে বলে ?
উঃ- কালবৈশাখী ঝড়কে ।
46.ভারতের উষ্ণ ও শুষ্ক ঝড় রাজস্থানে কি নামে পরিচিত ?
উঃ- আঁধি ।