1.ভারতের অবস্থান এশিয়ার --- উত্তরে / দক্ষিণে / পশ্চিমে ।
উঃ- দক্ষিণে ।
2.ভারত একটি ---- উপদ্বীপীয় /দ্বীপময় /মালভূমি প্রধান রাষ্ট্র ।
উঃ-উপদ্বীপীয়
3. ভারতের পশ্চিমতম বিন্দু হল --- কিবিথু / গুহারমোটর / ইন্দিরা কল ।
উঃ-গুহারমোটর
4.ভারতের পূর্বতম বিন্দু হল --- ইন্দিরা কল / কিবিথু / গুহারমোটর ।
উঃ- কিবিথু
5. ভারতের উত্তরতম বিন্দু হল ---- ইন্দিরা কল / ইন্দিরা পয়েন্ট /কিবিথু ।
উঃ-ইন্দিরা কল
6.ভারতের দক্ষিণতম বিন্দু হল --- ইন্দিরা পয়েন্ট / ইন্দিরা কল / পোর্টব্লেয়ার ।
উঃ- ইন্দিরা পয়েন্ট
7.ভারতের বৃহত্তম রাজ্য হল --- উত্তরপ্রদেশ / রাজস্থান / মহারাষ্ট্র ।
উঃ- রাজস্থান
8.ভারতের ক্ষুদ্রতম রাজ্য হল ---- অরুনাচল প্রদেশ / সিকিম / গোয়া ।
উঃ- গোয়া
9.জনসংখ্যার বিচারে ভারতের বৃহত্তম শহর হল ------ দিল্লি / কলকাতা /মুম্বাই ।
উঃ- মুম্বাই
10. ভারতের জনবিরল রাজ্য হল ----- অরুনাচল প্রদেশ / সিকিম / গোয়া ।
উঃ- অরুণাচল প্রদেশ
11.ভারতের জনবহুল রাজ্য হল ---- উত্তরপ্রদেশ / কেরালা / পশ্চিমবঙ্গ ।
উঃ- উত্তরপ্রদেশ
12. ভারতীয় সংবিধানে স্বীকৃত ভাষার সংখ্যা ---- 20 / 22 / 28 টি ।
উঃ-22 টি
13.ভারত ও চিন --- ডুরান্ট / রেডক্লিফ / ম্যাকমোহন সীমারেখা দ্বারা পৃথক ।
উঃ- ম্যাকমোহন
14.পাকিস্থান / ভুটান / নেপাল / বাংলাদেশ -এর সাথে ভারতের সর্বাধিক সীমারেখা বিস্তৃত ।
উঃ- বাংলাদেশ
15.ভারতে মোট রাজ্য হল ---- 28 / 29 /27 টি ।
উঃ- 29 টি
16.গোয়া ভারতের -- 25 / 26/ 24 তম রাজ্য ।
উঃ- 25 তম
17.ভারতের 29তম রাজ্য হল ---- ঝাড়খণ্ড / গোয়া / তেলেঙ্গানা / উত্তরাখণ্ড ।
উঃ- তেলেঙ্গানা
18. 1956 সালে ভারতের রাজ্যভাগের প্রধান ভিত্তি ছিল -- ভাষা / জাতি / সংস্কৃতি / দাঙ্গা ।
উঃ- ভাষা
19.ক্ষেত্রফলের দিক থেকে ভারতের স্থান পৃথিবীতে ---- পঞ্চম / সপ্তম /তৃতীয় ।
উঃ- সপ্তম
20.ভারতের যে দুটি রাজ্যের রাজধানী একটাই সেগুলো হলো --- পাঞ্জাব ও রাজস্থান / হরিয়ানা ও রাজস্থান / পাঞ্জাব ও হরিয়ানা ।
উঃ- পাঞ্জাব ও হরিয়ানা
21.বিবেকানন্দ রক অবস্থিত --- তামিলনাড়ু / কেরল / কর্ণাটক রাজ্যে ।
উঃ- তামিলনাড়ু
22.কোনারকের সূর্য মন্দির অবস্থিত ভারতের ----- পশ্চিমবঙ্গ / ওড়িশা / অন্ধ্রপ্রদেশ রাজ্যে ।
উঃ- ওড়িশা
23.কর্কটক্রান্তি রেখা ভারতের --- তামিলনাড়ু / কাশ্মীর / পশ্চিমবঙ্গ রাজ্যের ওপর দিয়ে প্রসারিত ।
উঃ- পশ্চিমবঙ্গ
24.ভারতে কেন্দ্রশাসিত অঞ্চল আছে -- 5 / 7 / 8 টি ।
উঃ- 7 টি
25.ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হল --- নেপাল / ভুটান / মালদ্বীপ ।
উঃ- মালদ্বীপ
26.ভারতের স্বাক্ষরতার হার ----- 70% / 74.04% / 73% ।
উঃ- 74.04%