পশ্চিমবঙ্গ সম্পর্কে কিছু তথ্য

আমাদের রাজ‍্য পশ্চিমবঙ্গ :















West Bengal

1.কবে পশ্চিমবঙ্গ রাজ্যটির প্রতিষ্ঠা হয়েছিলো?
উঃ ২৬ জানুয়ারী, ১৯৫০।2.পশ্চিমবঙ্গের আয়তন কত?
উঃ ৮৮,৭৫২ বর্গকিমি।
3.পশ্চিমবঙ্গে লোকসংখ্যা কত?
উঃ ২০১১ সালের জনগণনা অনুযায়ী, এই রাজ্যের লোক সংখ্যা ৯ কোটি ১ লক্ষেরও বেশি।
4.পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কী?
উঃ কোলকাতা।
5.পশ্চিমবঙ্গের বৃহত্তম শহর কোনটি?
উঃ কোলকাতা।
6.পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কয়টি?
উঃ ২৩ টি।
7.পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি?
উঃ কোলকাতা।
8. পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি লোক বাস করে?
উঃ মেদনীপুর জেলায়।
9. পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম লোক বাস করে?
উঃ দার্জিলিং জেলায়।
10.পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কী?
উঃ বাংলা।
11. পশ্চিমবঙ্গের অধিবাসীদের কী বলে?
উঃ বাঙালী।
12.পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কি কি?
উঃ বিহার, ঝাড়খন্ড, উড়িষ্যা, সিকিম ও আসাম।
13.পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ কি কি?
উঃ পূর্বদিকে বাংলাদেশ এবং উত্তরদিকে নেপাল ও ভুটান অবস্থিত।
14.পশ্চিমবঙ্গ কোন জলবায়ুর অন্তর্গত?
উঃ মৌসুমী জলবায়ুর অন্তর্গত।
15.পশ্চিমবঙ্গের কোথায় অধিক বৃষ্টিপাত হয়?
উঃ দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায়।
16. পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়?
উঃ বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়।
17.পশ্চিমবঙ্গবাসীর প্রধান খাদ্য কি?
উঃ ভাত।
18. পশ্চিমবঙ্গের কয়টি বিভাগ ও কি কি?
উঃ পশ্চিমবঙ্গে তিনটি বিভাগ। যথা- প্রেসিডেন্সি বিভাগ, বর্ধমান বিভাগ ও জলপাইগুড়ি বিভাগ।
19.পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কত?
উঃ প্রায় ৬০ হাজার।
20.পশ্চিমবঙ্গের মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা কত?
উঃ প্রায় ৬০ হাজার।
21. পশ্চিমবঙ্গে কলেজের সংখ্যা কত?
উঃ ২০০টি।
22. পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি?
উঃ গঙ্গা।
23.পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটির নাম কী?
উঃ সান্দাকফু(৩,৬৩৬ মিটার)।
24.পশ্চিমবঙ্গের প্রধান ঋতু কয়টি ও কি কি?
উঃ পশ্চিমবঙ্গের প্রধান ঋতু চারটি । যথা- গ্রীষ্ম, বর্ষা, শরৎকাল ও শীতকাল।
25. পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পশু কি?
উঃ মেছোবাঘ।
26.পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পাখিটির নাম কী?
উঃ ধলাগলা মাছরাঙা।
27. পশ্চিমবঙ্গের জাতীয় ফুলের নাম কী?
উঃ শিউলি ফুল।
28.পশ্চিমবঙ্গের জাতীয় গাছের নাম কী?
উঃ ছাতিম।
29.পশ্চিম বঙ্গে মোট কয়টি জাতীয় উদ্যান আছে?
উঃ ছয়টি। যথা- সুন্দরবন জাতীয় উদ্যান, বক্সা জাতীয় উদ্যান, গোরুমারা জাতীয় উদ্যান, নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান, সিঙ্গালিলা জাতীয় উদ্যান ও জলদাপাড়া জাতীয় উদ্যান।
30. পশ্চিমবঙ্গের কোথায় রয়্যালবেঙ্গল টাইগার দেখা যায়?
উঃ সুন্দরবনে।
31. পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী?
উঃ মমতা বন্দ্যোপাধ্যায়।
32.পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বিচারালয়ের নাম কী?
উঃ কোলকাতা হাইকোর্ট।
33. পশ্চিমবঙ্গের আইনসভা কী নামে পরিচিত?
উঃ বিধানসভা নামে পরিচিত।
34. পশ্চিমবঙ্গের জনপ্রিয় খেলা দুটির নাম কি কি?
উঃ ক্রিকেট ও ফুটবল।

#Geography of West Bengal#

1. বাংলার যে জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে – নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া
2. বাংলার পূর্বদিকে অবস্থিত দেশ হল – বাংলাদেশ ।
3. বর্তমানে বাংলার জেলার সংখ্যা হল – 23টি ।
4. উত্তর – পূর্ব ভারতের প্রবেশ দ্বার বলা হয় – শিলিগুড়িকে ।
5. দক্ষিণবঙ্গের প্রবেশ দ্বার হল – ক্যানিং ।
6. বিহার রাজ্যের বিচ্ছিন্ন অংশটি বাংলায় যে জেলা নামে পরিচিত – পুরুলিয়া ।
7. বাংলার ওপর লম্বভাবে সূর্যকিরণ পড়ে – 21 শে জুন ।
8. সুন্দরবন ম্যানগ্রোভ বাদাবন অবস্থিত যে জেলায় – দক্ষিণ 24 পরগনা ।
9. প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত জেলাসদর হল – আলিপুর ।
10. ‘Chicken’s Neck’ বলা হয় – উত্তর দিনাজপুরের চোপড়াকে ।
11. ‘City of Joy’ বলা হয় – কলকাতাকে ।
12. বাংলার উত্তরের সমভূমি অংশ হল – বরেন্দ্রভূমি ।
13. বাংলা ও নেপাল সীমান্তে রয়েছে – সিঙ্গলিলা ।
14. বাংলার সর্বোচ্চ শৃঙ্গ – সান্দাকফু ।
15. বাংলার মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হল – গোর্গাবুরু ।
16. বাংলায় বালিয়াড়ি দেখা যায় – উপকূলীয় সমভূমিতে ।
17. রাঢ় সমভূমির ভূপ্রকৃতি – তরঙ্গায়িত ।
18. কালিম্পঙ -এর সর্বোচ্চ শৃঙ্গ হল – ঋষিলা ।
19. বক্স গিরিখাত দিয়ে যাওয়া যায় – ভুটানে ।
20. বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ দেখা যায় – বীরভূমে ।
21. পেডং কথার অর্থ – অর্কিডের শহর ।
22. তরাই শব্দের অর্থ – স্যাঁতসেঁতে ভূমি ।
23. শুশুনিয়া পাহাড় অবস্থিত – বাঁকুড়া জেলায় ।
24. দার্জিলিং পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ Rail Station হল – ঘুম ।
25. রাঙামাটির দেশ বলা হয় – রাঢ় অঞ্চলকে ।
26. মথুরাখালি পাহাড় অবস্থিত – বীরভূমে ।
27. গঙ্গা দুভাগে বিভক্ত হয়েছে মুর্শিদাবাদের – ধুলিয়ানে ।
28. গঙ্গা বাংলায় প্রবাহিত হয়েছে – 520 কিমি ।
29. বাংলার প্রধান নদী – গঙ্গা ।
30. দামোদরনদকে বলা হয় – বাংলার দুঃখ ।
31. বহরমপুর বিখ্যাত – রেশম শিল্পের জন্য ।
32. রাঢ় অঞ্চলের সবচেয়ে বড়ো শহর হল – বর্ধমান ।
33. বাংলার দুটি প্রধান মৎস্য শিকার কেন্দ্র হল – দিঘা ও জুনপুট ।
34. ভারতে প্রথম পাতাল রেল চালু হয় – কলকাতায় ।
35. হলদিয়া বিখ্যাত – পেট্রোরসায়ন শিল্পের জন্য ।
36. কৃষ্ণনগর বিখ্যাত – মৃৎ শিল্পের জন্য ।
37. জলপাইগুড়ি শহর অবস্থিত – তিস্তা ও করলা নদীর তীরে ।
38. শংকরপুর একটি – মৎস্য বন্দর ।
39. বাংলায় প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় অবস্থিত – কলকাতায় (বেলগাছিয়া) ।
40. লোথিয়ান আইল্যান্ড অভয়ারণ্যটি অবস্থিত – দক্ষিণ 24 পরগনায় ।
41. বক্সা অভয়ারণ্যটি স্থাপিত হয় – 1986 সালে ।
42. বার্ড ফ্লু নির্ণয় কেন্দ্রটি অবস্থিত – কলকাতার বেলগাছিয়ায় ।
43. দমদম বিমান বন্দরের পত্তন হয়েছিল – 1875 সালে ।
44. বাংলায় ধানের বউল বলা হয় – বর্ধমানকে ।
45. জয়ন্তি হল – সংরক্ষিত বনভূমি ।
46. সুন্দরবন হল – সুরক্ষিত বনভূমি ।
47. খোয়াই অঞ্চল দেখা যায় – বীরভূম জেলায় ।
48. উত্তর ও দক্ষিণ দিনাজপুরের অধিক কাদাযুক্ত মাটি – খিয়র নামে পরিচিত ।
49. তাল শব্দের অর্থ – জলাভূমি ও নিম্নভূমি ।
50. সুন্দরবনের যেসব অঞ্চলে কৃষিকাজ হয়, তাকে – আবাদ বলে ।
51. বাংলায় সবচেয়ে কম বৃষ্টি হয় – বীরভূমের ময়ূরেশ্বরে ।
52. বাংলায় সবচেয়ে বেশি উষ্ণতা দেখা যায় – আসানসোলে ।
53. মৌসুমি রাজ্য বলা হয় – বাংলাকে ।
54. খরার জেলা বলা হয় – পুরুলিয়াকে ।
55. বাংলায় সর্বাধিক বৃষ্টিপাত হয় – বক্সা ডুয়ার্সে ।
56. করোনেশন ব্রিজ অবস্থিত – তিস্তা নদীর ওপর ।
57. কানা নদীর মধ্যবর্তী ও শেষ অংশের নাম – কুন্তী নদী ।
58. দামোদরের প্রধান উপনদীর নাম – বরাকর ।
59. সুন্দরবন অঞ্চলের বৃহত্তম জলবহনকারী নদী হল – মাতলা ।
60. অজয়নদ -এর উৎপত্তি – দুমকা উচ্চভূমি থেকে ।
61. 2011 জনগণনা অনুসারে বাংলার বেশি জনসংখ্যাযুক্ত জেলা হল – উত্তর 24 পরগনা (10082852 জন) ।
62. 2011 জনগণনা অনুসারে বাংলার কম জনসংখ্যাযুক্ত জেলা হল – দক্ষিণ দিনাজপুর (1670931 জন)
63. 2011 জনগণনা অনুসারে বাংলার জনসংখ্যা ছিল – 91347736 জন (পুরুষ=46927389জন এবং মহিলা=44420347 জন) ।
64. জনঘনত্ব = 1029 জন/sq km.
65. জনসংখ্যা বৃদ্ধির হার এক দশকে = 13.93%
66. স্ত্রী – পুরুষের অনুপাত = 947:1000
67. সাক্ষরতার হার = 77.08% (পুরুষ =82.67% এবং স্ত্রী =71.16%) ।
68. শিক্ষার হার বেশি – পূর্ব মেদনীপুর জেলায় (87.66%) ।
69. শিক্ষার হার কম – উত্তর দিনাজপুর জেলায় (60.13%) ।
70. বাংলার দুটি SEZs হল – হলদিয়া ও আসানসোল শিল্পাঞ্চল ।
71. বাংলার দুটি ম্যানগ্রোভ অরণ্যের গাছ হল – সুন্দরী ও গরাণ ।
72. বাংলার দুটি অর্থকারী ফসল হল – চা ও পাট ।
73. উত্তরবঙ্গের দুটি নদী যার জলপ্রবাহ ব্রহ্মপুত্র নদে মিলিত হয়েছে – তিস্তা ও তোর্সা ।
74. বাংলায় বিটুমিনাস কয়লা পাওয়া যায় – রাণীগঞ্জ ।
75. ভারতের শেফিল্ড বলা হয় – হাওড়া শহরকে ।
76. সুন্দরবনের আতঙ্ক বলা হয় – মাতলা নদীকে ।
77. বাংলার নবীনতম জেলা – কালিম্পং (Feb, 2017) ।
78. বাংলার দীর্ঘতম ব্যারেজ – ফারাক্কা ব্যারেজ ।
79. বাংলার দীর্ঘতম সেতু – রূপনারায়ণ সেতু ।
80. বাংলার দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হল – খড়গপুর ।

National park of India

1.Kaziranga National park --- Assam.

2.Papikonda National park -- Andhra Pradesh .

3.Namdapha National park -- Arunachal Pradesh .

4.Nameri National park --- Assam .

5.The Orang National park --- Assam .

6.Valmiki National park --- Bihar .

7 Gorumara National park -- West Bengal .

8.Buxa National park ----West Bengal .

9.Sundarbans National park -- West Bengal .

10. Jaldapara National park --- West Bengal .

11.Nanda Devi National park -- Uttrakhand .

12.Jim Corbet National park -- Uttrakhand .

13.Gangotri National park --- Uttarakhand .

14.Rajaji National park -- Uttrakhand .

15.Dudhwa National park -- Uttar Pradesh .

16.Bhitarkanika National park - Odisha.

17. Periyar National park --- Kerala .

18.Kanha National park -- Madhya Pradesh .

19.Silent Valley National park -- Kerala .

20.Indravati National park --- Chhattisgarh.

21. Vansda national park --- Gujrat .

22. Kalesar National park --- Hariyana .

23.Pin valley National park --- Himachal Pradesh .

24.Khirganga National park -- Himachal Pradesh .

25. Inderkilla National park -- Himachal Pradesh .

26. Dachigam National park --- Jammu and Kashmir .

27. Salim ali National park -- Jammu and Kashmir .

28. Panna National park -- Madhya Pradesh .

29. Vanbihar national park --- Madhya Pradesh .

30.Bandhavgarh National park -- Madhya Pradesh .

31 .Nokrek National park -- Maghlaya

32. Indira Gandhi national park --- Tamil nadu .

33. Galathea National park -- Andaman and Nicobar islands.

34. Tadoba National park -- Maharashtra .

35. Chandoli National park --- Maharashtra .

36.Eravikulam National park -- Kerala.

37. Anshi National park --  Karnataka .

38 .Bandipur national park --- Karnataka .

39. Belta National park -- Jharkhand .

40. Kishtwar National park -- Jammu and Kashmir .

41. Marine National park -- Gujrat .

42. Kanger valley national park --  Chattisgarh .

43. Mouling National park -- Arunachal Pradesh.

44. The Great Himalayan National park --
Himachal Pradesh .

45. Nagarahole National park --  Karnataka .

ভারতের বিভিন্ন গবেষণাগার ও তাদের অবস্থান :---

১.ইন্ডিয়ান স্পেস রিসার্চ ইনস্টিটিউট ------ বেঙ্গালুরু ।

২.ইন্ডিয়ান ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট ---- দেরাদুন ।

৩.কেন্দ্রীয় ধান গবেষণাগার ---- কটক (ওড়িশা ) ।

৪.কেন্দ্রীয় গম গবেষণাগার ---- পুসা (দিল্লি) ।

৫.কেন্দ্রীয় পাট গবেষণাগার -- ব‍্যারাকপুর (কলকাতা) ।

৬.কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার ----- নাগপুর ।

৭.কেন্দ্রীয় আখ গবেষণাগার ---লক্ষ্ণৌ ও কোয়েম্বাটুর ।

৮.কফি গবেষণাগার ---- চিকমাগালুর ।

৯.চা গবেষণাগার ---- অসমের জোড়হাটে ।

১০.সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট ------ সিমলা ।

১১.কেন্দ্রীয় রোড রিসার্চ ইনস্টিটিউট ---- নিউ দিল্লি ।

১২.ইন্ডিয়ান টেক্সটাইল ইন্সটিটিউট ----+কানপুর ।

১৩.মৎস‍্য গবেষণাগার ---- জুনপুট ( পশ্চিমবঙ্গ)।

১৪. কেন্দ্রীয় কাঁচ ও মৃৎশিল্প গবেষণাগার ---- যাদবপুর (পশ্চিমবঙ্গ) ।

১৫.কেন্দ্রীয় রাজপথ গবেষণাগার --- দিল্লি ।

১৬.কেন্দ্রীয় ঔষধ গবেষণাগার ------ দিল্লি ।

১৭.কেন্দ্রীয় খাদ্য গবেষণাগার ----- মহীশূর ।

১৮.জাহাজ গবেষণাগার ----- চেন্নাই ।

১৯.মৃত্তিকা গবেষণাগার --- দেরাদুন,যোধপুর ,চন্ডীগড় ।

২০.কেন্দ্রীয় সমুদ্র গবেষণাগার --- পানাজি ।

২১.কেন্দ্রীয় মহাকাশ গবেষণাগার ---- থুম্বা ( কেরালা )।

২২.খনি গবেষণাগার ---- ধানবাদ ।


২৩.পেট্রোলিয়াম গবেষণাগার ---- দেরাদুন ।

২৪.কেন্দ্রীয় জিওলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট --- হায়দ্রাবাদ ।

২৫.ক‍্যান্সার রিসার্চ ইনস্টিটিউট ----- মুম্বাই ।

বিভিন্ন ঐতিহাসিক ব‌ই ও তার লেখক :-

১.মুদ্রারাক্ষস ------- বিশাখা দত্ত ।
২.মৃচ্ছকটিক ------- শুদ্রক ।
৩.দশকুমার চরিত ------ দন্ডি ।
৪.কিরাতার্জুনীয়ম ------ ভারবি ।
৫.পঞ্চতন্ত্রম  ----- বিষ্ণু শর্মা ।
৬.হর্ষচরিত ------ বাণভট্ট ।
৭.বিক্রমাঙ্কদেবচরিত ---- বিলহন ।
৮.রামচরিত ----- সন্ধ‍্যাকর নন্দী ।
৯.রামচরিতমানস ----- তুলসীদাস ।
১০.গৌড়বাহ ----- বাকপতিরাজ ।
১১.রাজতরঙ্গিনী ----- কলহন ।
১২.প্রবন্ধচিন্তামণি ---- মেরুতঙ্গ ।
১৩.কীর্তিকৌমুদি ------ সোমেশ্বর ।
১৪.সি-ইউ- কি ---- হিউয়েন - সাং।
১৫.তারিখ -ই - ফিরোজশাহি ---- জিয়া উদ্দিন বরণী
১৬.তহকিক-ই-হিন্দ ---- অলবিরুনী  ।
১৭.ব্রহ্মসিদ্ধান্ত ----- ব্রহ্মগুপ্ত ।
১৮.মহাভাষ্য -------- পতঞ্জলী ।
১৯.কিতাব-উল- রাহেলা - ইবন বতুতা ।
২০.কিরান-উস-সাদাহীন --- আমির খসরু ।
২১.ইন্ডিকা ------ মেগাস্থিনিস ।
২২.কথাসরিতসাগর ----- সোমা দেবভট্ট ।
২৩.তকবত -ই- নাসিরি - মিনহাস উস সিরাজ ।
২৪.কাদম্বরী ------ বানভট্ট ।
২৫.স্বপ্নবাসবদত্তা---- - ভাস ।
২৬.অর্থশাস্ত্র ---- কৌটিল্য বা চাণক‍্য ।
২৭. পঞ্চসিদ্ধান্তিকা ---- বরাহমিহির  ।
২৮.অদ্ভুত সাগর , দানসাগর------ বল্লাল সেন ।
২৯.অষ্ট্যাধায়ী ----- পাণিনি ।
৩০.সূর্যসিদ্ধান্ত  ----- আর্যভট্ট ।
৩১.চরক সংহিতা ------- চরক ।
৩২.প্রজ্ঞা পারমিতা - অতীশ দিপঙ্কর শ্রীজ্ঞান ।
৩৩.গীতগোবিন্দ -----জয়দেব ।
৩৪.শ্রীকৃষ্ণকীর্তন ---- বড়ু চন্ডীদাস ।
৩৫.পবনদূত ---- ধোয়ী ।
৩৬.আর্যাসপ্তশতী ---- গোবর্ধন আচার্য ।
৩৭.শ্রী কৃষ্ণবিজয় ---- মালাধর বসু ।
৩৮.চৈতন‍্যচরিতামৃত ---- কৃষ্ণদাস কবিরাজ ।
৩৯.চৈতন‍্যভাগবত ---- বৃন্দাবন দাস ।
৪০ .চৈতন‍্যমঙ্গল --- লোচনদাস ।
৪১.পদ্মাবতী ----- সৈয়দ আলাওল ।
৪২ .সতীময়না ---- দৌলত কাজী ।
৪৩.সফরনামা -----ইব্রাহিম কায়ুম ।
৪৪.বাসবদত্তা ----- মহাকবি সুবন্দু ।
৪৫.অন্নদামঙ্গল - ভারতচন্দ্র ।
৪৬.প্রিয়দর্শিকা, রত্নাবলী ---- হর্ষবর্ধন ।
৪৭.হুমায়ুন নামা-------- গুলবদন বেগম ।
৪৮.আইন ই আকবরী ----- আবুল ফজল ।
৪৯.তুজুক-ই-জাহাঙ্গির ----- জাহাঙ্গির ।
৫০.আকবরনামা ---- আবুল ফজল ।
৫১.মিলিন্দ পনহো ------ নাগসেন ।
৫২.ফো-কুয়ো-কিং ---- ফা হিয়েন ।
৫৩. হরিচরিত ---- চতুর্ভুজ ।
৫৪.মিতক্ষরা ------ বিজ্ঞানেশ্বর ।
৫৫.বজ্রযান সাধন ----- অতীত দীপঙ্কর ।
৫৬.দায়ভাগ ----- জীমূতবাহন ।
৫৭.ন‍্যাচারাল হিস্ট্রি ----- প্লিনি ।
৫৮.পেরিপ্লাস অব দি ইরিথ্রিয়ান সি --- জনৈক অজ্ঞাতনামা গ্রিক নাবিক ।
৫৯.মুন্তাখাব -উল- তারিখ ---- বদাউনি ।
৬০.পাদশাহনামা---- আব্দুল হামিদ লাহোরি 
৬১.শাহজাহাননামা ----- এনায়েত আলী খাঁ ।
৬২.আলমগীরনামা ---- মীর্জা মহম্মদ কাজিম ।
৬৩.রাজমনামা ----- ফৈজী ।
৬৪.পদ্মাবৎকাব‍্য ---- মহম্মদ জয়সীর ।
৬৫.সুরসাগর ---- সুরদাস ।
৬৬.আলমাজেস্ট ----- টলেমি ।
৬৭.এলিমেন্টস ------ ইউক্লিড ।
৬৮.এরাণ শিলালিপি ---- বীরসেন ।
৬৯.শব্দকোষ ---- অমর সিংহ ।
৭০.ইনিড ----- ভার্জিল ।
৭১.ফতোয়া - ই - জাহান্দারী ---- জিয়াউদ্দিন বরনী
৭২.রিপাবলিক ----- প্লেটো ।
৭৩.দ‍্য প্রিন্স ----- ম্যাকিয়াভেলি ।
৭৪.লেভিয়াথান ---- টমাস হবস ।
৭৫.দ‍্য প্রেইজ অব ফলি ---- ইরাসমাস ।

হরপ্পা সভ্যতা

১.হরপ্পা সভ‍্যতা আবিষ্কৃত হয়েছিল ---- ১৯২১ / ১৯২২ / ১৯৩১ / ১৯১১ খ্রিস্টাব্দে ।

উঃ- ১৯২১ খ্রিস্টাব্দে ।

২.কোন ধাতুর ব‍্যবহার হরপ্পা সভ্যতার লোক জানতো না ?
তামা / সোনা / ব্রোঞ্জ / লোহা

উঃ- লোহা ।

৩.হরপ্পা সভ‍্যতা কোন ধরনের সভ‍্যতা ছিল ?
গ্রাম‍্য / শহুরে / কৃষিজ / কোনটিই নয় ।

উঃ- শহুরে ।

৪.হরপ্পা সভ‍্যতা কোন যুগের সভ‍্যতা ছিল ?
প্রাগৈতিহাসিক / প্রায়-ইতিহাস / ঐতিহাসিক / কোনোটিই নয় ।

উঃ- প্রায়- ইতিহাস ।

৫.দাঁড়িওয়ালা মানুষের মূর্তি পাওয়া গেছে ---
হরপ্পায় / মহেঞ্জোদারোতে/ চানহূদারোতে / ঢোলাভিরাতে ।
উঃ- মহেঞ্জোদারোতে ।

৬.নিম্নলিখিত কোন ক্ষেত্রটি সর্বশেষ আবিষ্কৃত হয়েছে ?
ঢোলাবিরা / লোথাল / কুনতাসি / বান‌ওয়ালি ।

উঃ- ঢোলাবিরা ।

৭.হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত ?
রাভি / সিন্ধু / ভোগাবর / শতদ্রু ।

উঃ- রাভি ।

৮. মহেন- জো- দারো কোন নদীর তীরে অবস্থিত?
ঘর্ঘরা / রাভি / গঙ্গা / সিন্ধু ।

উঃ- সিন্ধু নদের তীরে ।

৯.মহেন-জো-দারোর স্থানীয় নাম হল ----
জীবনের স্তুপ / মৃতের স্তুপ /রাজত্বের স্তুপ / কোনটিই নয় ।

উঃ- মৃতের স্তুপ ।

১০.নীচের কোন প্রাণীর ব‍্যবহার হরপ্পা সভ্যতার লোক জানতো না ----
সিংহ / ষাঁড় / হাতি / ঘোড়া ।

উঃ- ঘোড়া ।

১১.হরপ্পা সভ‍্যতার উল্লেখযোগ্য বন্দর ছিল ---
হরপ্পা /মহেঞ্জোদারোতে / লোথাল / ঢোলাভিরা ।

উঃ- লোথাল ।

১২.হরপ্পা সভ‍্যতার যে ক্ষেত্রটিতে স্টেডিয়াম পাওয়া গেছে সেটি হল ---
হরপ্পা / মহেঞ্জোদারো / কালিবঙ্গাল / ঢোলাবিরা ।

উঃ- ঢোলাবিরা

১৩.হরপ্পা সভ‍্যতার লোকেরা সাধারণত বাড়ি তৈরি করতে ব‍্যবহার করত ----
 পাকা ইট / পাথর / কাঠ / কোনটিই নয় ।

উঃ- পাকা ইট ।

১৪.হরপ্পা  সভ‍্যতা আবিষ্কার করেন -- ক‍্যানিং / ম‍্যাসন / দয়ারাম সাহানি / রাখালদাস বন্দ‍্যোপাধ‍্যায় ।

উঃ- দয়ারাম সাহানি

১৫.অনেকগুলো পুঁতি আবিষ্কৃত হয়েছিল --- হরপ্পা / মহেঞ্জোদারো / লোথাল / ঢোলবিরা  থেকে ।

উঃ-  মহেঞ্জোদারো থেকে ।

১৬ . মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন ?

উঃ- রাখালদাস বন্দ‍্যোপাধ‍্যায়।

১৭.স্বাধীন ভারতের কোথায় সবচেয়ে বেশি হরপ্পা সভ্যতার নিদর্শন পাওয়া গিয়েছে ?

উঃ- গুজরাটে ।

১৮.হরপ্পা সভ‍্যতার কোন ক্ষেত্রে সবচেয়ে ভালো ড্রেন ব‍্যবস্থা ছিল ?

উঃ- মহেঞ্জোদারো তে ।

১৯. মহেঞ্জোদারোতে প্রাপ্ত নাট‍্যরত মেয়ের মূর্তিটি কোন ধাতু দ্বারা তৈরী ?

উঃ- ব্রোঞ্জ দিয়ে তৈরি ।


২০. মহেঞ্জোদারোর কোন জিনিসটি অন‍্যান‍্য ক্ষেত্রের চেয়ে আলাদা ছিল ??

উঃ- স্নানাগার ।

২১. হরপ্পা সভ্যতার কোথায় ষাঁড়ের মূর্তিযুক্ত শীল পাওয়া গিয়েছে ?

উঃ- হরপ্পাতে ।

২২. হরপ্পা সভ্যতার কোন ক্ষেত্রটি ইরানের কাছে অবস্থিত ছিল ??

উঃ- সুতকাজেনদোর ।

২৩.হরপ্পা সভ‍্যতায় প্রাপ্ত শীল গুলির সাধারণ প্রসঙ্গ কি ছিল ?

উঃ- এক শৃঙ্গবিশিষ্ট ঘোড়া ( Unicorn)

২৪.লোথাল কোন নদীর তীরে গড়ে উঠেছিল ?

উঃ- ভোগাবর নদীর তীরে ।


২৫. হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত ?

উঃ- মেসোপটেমিয়ার সঙ্গে ।

২৬. হরপ্পা সভ্যতার কোন ক্ষেত্রে সূতিবস্ত্র পাওয়া গিয়েছে ??

উঃ- মহেঞ্জোদারো তে ।

২৭. হরপ্পা সভ্যতার লোকেরা পূজা করত না ----- শিব / পিপল বৃক্ষ / মাতৃমূর্তি / বিষ্ণু - র ।

উঃ- বিষ্ণু

২৮. হরপ্পা সভ্যতায় শস‍্যাগার পাওয়া গিয়েছে ----
হরপ্পায় / মহেঞ্জোদারোতে / লোথালে / ঢোলাবিরাতে ।

উঃ- মহেঞ্জোদারো তে

২৯.ঘোড়ার দেহাবশেষ পাওয়া গিয়েছে ----- মহেঞ্জোদারোতে /লোথালে / সুরকোটাডাতে / সুতকাজেনদোরতে ।

উঃ- সুরকোটাডাতে ।

৩০. হরপ্পা সভ্যতায় যজ্ঞ - বেদি পাওয়া গিয়েছে --- আলমগীরপুরে / কালিবঙ্গানে  / বান‌ওয়ালিতে / কুন‌ওয়ালে ।

উঃ- কালিবঙ্গানে ।

৩১.চানহূদারোতে খননের নেতৃত্বে ছিলেন --- জন মার্শাল / মার্টিমার হুইলার /আর্নেস্ট জন হেনরি ম‍্যাকে / ননীগোপাল মজুমদার ।

উঃ- আর্নেস্ট জন হেনরি ম‍্যাকে ।

৩২. হরপ্পা সভ্যতায় সিন্দুর পাওয়া গিয়েছে ---- হরপ্পা / মহেঞ্জোদারো / নৌসেরা / বালাকোট - তে ।

উঃ- নৌসেরা তে ।

৩৩. হরপ্পা সভ্যতায় উটের হাড় পাওয়া গিয়েছে ---- কালিবঙ্গান / লোথাল / হরপ্পা / মহেঞ্জোদারো তে ।

 উঃ- কালিবঙ্গানে ।

৩৪. হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় শহর হল --- বান‌ওয়ালি / রূপার / লোথাল / রাখিগড়ি ।

উঃ- রাখিগড়ি ।

৩৫.কালিবঙ্গান যে নদীর তীরে অবস্থিত ছিল সেটি হল ---- রাভি / সিন্ধু / ভোগাবর / ঘর্ঘরা ।

উঃ- ঘর্ঘরা ।

৩৬. হরপ্পা সভ্যতার কোথায় "স্বস্তিকা চিহ্ন " পাওয়া গিয়েছে ?
---- হরপ্পায় / মহেঞ্জোদারোতে / চানহূদারোতে / কালিবঙ্গানে ।

উঃ- মহেঞ্জোদারো তে ।

৩৭. হরপ্পা সভ্যতার কোথায় শল‍্যচিকিৎসার প্রমাণ পাওয়া গিয়েছে ?? -----
হরপ্পা / মহেঞ্জোদারো / কালিবঙ্গান / ঢোলাবিরা তে ।

উঃ- কালিবঙ্গানে ।

৩৮ . হরপ্পা সভ্যতার কোথায় ড্রেন ব‍্যবস্থা ছিল না ?
বান‌ওয়ালি / ঢোলাবিরা / লোথাল / রাখিগড়ি তে ।

উঃ- বান‌ওয়ালিতে ।

প্রস্তর যুগ/তাম্রলিপি যুগ / লৌহ যুগ .....

১. পৃথিবীতে সর্বপ্রথম যে যুগের সূচনা হয় সেটি হল -----
টারসিয়ারি /কোয়াটারনারি /আর্কিওজোয়িক / মেসোজোয়িক  যুগ ।

উঃ- আর্কিওজোয়িক

২.বর্তমান সময় যে যুগ চলছে সেটি হল --- প‍্যালিওজোয়িক / মেসোজোয়িক / প্লেইস্টোসিন / হোলোসিন যুগ ।

উঃ- হোলোসিন ।

৩.ইজিপ্টোপিথেকাসের জীবাশ্ম আবিষ্কার করেন ---
এল‌উইন সাইম / লুই লিকি /জোহানসন / টিম হোয়াইট ।

উঃ- এল‌উইম সাইম ।

৪.হোমোহাবিলিস কথার অর্থ কি ?
দন্ডায়মান মানুষ / দক্ষ মানুষ / বুদ্ধিমান মানুষ / বন মানুষ ।

উঃ- দক্ষ মানুষ ।

৫.একটি লিটল এপ এর উদাহরণ হল -----
গরিলা / শিম্পাঞ্জি / গিবন / ওরাংওটাং ।

উঃ- গিবন ।

৬.পিকিং মানবের জীবাশ্ম প্রথম কে আবিষ্কার করেন ?
লুই লিকি / জোহানসন / এল‌উইন সাইম / পেই ওয়েন চুং ।

উঃ- পেই ওয়েন চুং ।

৭.হোমো ইরেক্টাস কথার অর্থ কি ?
দন্ডায়মান মানুষ / দক্ষ মানুষ / বুদ্ধিমান মানুষ / বন মানুষ ।

উঃ- দন্ডায়মান মানুষ ।

৮.সর্বপ্রথম খনিজ তামার ব‍্যবহার শুরু হয় ----
ভারতে / মিশরে / চিনে / সুমেরে ।

উঃ- সুমেরে ।

৯. বর্তমান কালের আধুনিক মানুষের বিজ্ঞানসম্মত নাম কি ?
সিনানথ্রোপাস / হোমো স‍্যাপিয়েন্স / হোমো স‍্যাপিয়েন্স স‍্যাপিয়েন্স / হোমো হাবিলিস ।

উঃ- হোমো স‍্যাপিয়েন্স স‍্যাপিয়েন্স ।

১০.কোন যুগের মানুষ প্রথম খাদ্য উৎপাদন করতে শিখেছিল ?
প্রস্তর যুগে / প্রাচীন প্রস্তর যুগে / নব‍্য প্রস্তর যুগে / লৌহ যুগে ।

উঃ- নব‍্য প্রস্তর যুগে


১১.কোন যুগে কুমোরের চাকা আবিষ্কৃত হয় ?
প্রাচীন প্রস্তর যুগে / মধ‍্য প্রস্তর যুগে / নব‍্য প্রস্তর যুগে / তাম্র প্রস্তর যুগে ।

উঃ- নব‍্য প্রস্তর যুগে ।

১২.কিউনিফর্ম কোন দেশের প্রাচীন লিপি ছিল ?
মিশরের / সুমেরের /ব‍্যাবিলনের / ভারতের ।

উঃ- সুমেরের ।


১৩.সোহগোর তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে ---
মিশরের / সুমেরের / চিনে / ভারতে ।

উঃ- ভারতে ।

১৪.আলতামিরা গুহা অবস্থিত -- ফ্রান্সে / স্পেনে / ভারতে / পাকিস্তানে ।

উঃ- স্পেনে ।

১৫.প্রাগৈতিহাসিক যুগে মানুষ --- লিপির ব‍্যবহার জানত / লিপির ব‍্যবহার জানত না / চাষ -বাস জানত / লোহার ব‍্যবহার জানত ।

উঃ- লিপির ব‍্যবহার জানত না ।

ভারতের অরণ্য ও বন‍্যপ্রাণ

১.ভারতের প্রাচীনতম চিড়িয়াখানার নাম কি ?

উঃ- আলিপুর চিড়িয়াখানা ।

২.ভারতের কোথায় রয়‍্যাল বেঙ্গল টাইগার দেখা যায় ?

উঃ- সুন্দরবনে ।

৩.গোরুমারা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত ?

উঃ-  গন্ডার সংরক্ষণের জন্য ।

৪.মানস রিজার্ভ ফরেস্ট কোথায় অবস্থিত ?

উঃ- অসমে ।

৫. ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি ?

উঃ- নীলগিরি ।

৬.পাঁচমারি অভয়ারণ্য কোথায় অবস্থিত ?

উঃ- মধ‍্যপ্রদেশে ।

৭.সিমলিপাল অভয়ারণ্য কোথায় অবস্থিত ?

উঃ- ওড়িশায় ।

৮."Wildlife institute of India "কোথায় অবস্থিত ?

উঃ- দেরাদুনে ।

৯. " Indian institute of forest management "কোথায় অবস্থিত ?

উঃ- ভোপালে ।

১০.কোডার্মা কী ?

উঃ- একটি জাতীয় উদ্যান ।

১১.জিম করবেট ন‍্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

উঃ- উত্তরাখণ্ডে ।

১২.পশ্চিমবঙ্গে কোথায় পক্ষী অভয়ারণ্য অবস্থিত ?

উঃ-  রায়গঞ্জের কুলিক - এ ।

১৩.ভারতের বৃহত্তম বন‍্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র কোনটি ?

উঃ- গুজরাটের গির অরন‍্য ।

১৪.বিশ্ব অরণ্য দিবস পালিত হয় কোন দিন ?

উঃ-২১ মার্চ ।

১৫.অরণ‍্য সপ্তাহ পালিত হয় কোন সপ্তাহে ?

উঃ- ১৪ থেকে ২১জুন ।

১৬.কবে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ?

উঃ- ৫ জুন ।

১৭.ভারতের কোন রাজ‍্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি ?

উঃ- মধ‍্যপ্রদেশ ।

১৮.জলাভূমি সংরক্ষণ দিবস কবে পালিত হয় ?

উঃ- ১৬ জুন বা ১ লা আষাঢ় ।

১৯ . 'সুন্দরবন উদযাপন দিবস ' হিসেবে কোন দিন পালিত হয় ?

উঃ- ২১ আগস্ট ।


২০ . ভারতে বনভূমির পরিমাণ কত ?

উঃ- ২৩%

২১.ভারতে জাতীয় বননীতি গৃহীত হয় কোন সালে ?

উঃ- ১৯৫২ সালে ।

২২.ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?

উঃ- দেরাদুনে ।

২৩.পাইন গাছের রস থেকে কী তেল তৈরি হয় ?

উঃ- তার্পিন তেল ।

২৪.ভারতের বৃহত্তম ম‍্যানগ্রোভ অরণ্য কোনটি ?

উঃ- সুন্দরবন ।

২৫ . আরাবারি প্রকল্প কোথায় শুরু হয়েছে ?

উঃ- পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় ।

২৬. কাজিরাঙ্গা ----- অসম ----  একশৃঙ্গ গন্ডার , হাতি ।

২৭.করবেট --- উত্তরাখণ্ড ---- নীলগাই , হাতী ।

২৮.ভিতরকণিকা --- ওড়িশা ---- কচ্ছপ ।

২৯.বন্দিপুর --- কর্ণাটক ---- হাতী , বাঘ ।

৩০ .পেরিয়ার ---- কেরল --- বাইসন , হাতী ।

৩১.গির -- গুজরাট --- সিংহ ।

৩২.কানহা --- মধ‍্যপ্রদেশ --- কৃষ্ণসার হরিণ ,বাঘ ।

৩৩.রনথোম্বর ---- রাজস্থান --- বাঘ ।

৩৪.সুন্দরবন,গোরুমারা ,জলদাপাড়া --- পশ্চিমবঙ্গ --- বাঘ , ময়ূর , কুমির , একশৃঙ্গ গন্ডার ।

৩৫. পালামৌ -----  বিহার --- চিতাবাঘ , বাঘ , হাতী ।

৩৬.ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি ?

উঃ-  উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ চিড়িয়াখানা ।

ভারতের ভৌগলিক পরিবেশ

 1.পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হল ---- এভারেস্ট / কাঞ্চনজঙ্ঘা / গড‌উইন অস্টিন ।

উঃ- গড‌উইন অস্টিন

2.জোজিলা গিরিপথ অবস্থিত --- কাশ্মীর / হিমাচল প্রদেশ / কুমায়ুন হিমালয়ে ।

উঃ- কাশ্মীর

3.গড‌উইন অস্টিন শৃঙ্গটি অবস্থিত ---- হিমালয় / কারাকোরাম / নীলগিরি ।

উঃ-কারাকোরাম

4.কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর ----- প্রথম / দ্বিতীয় / তৃতীয় উচ্চতম শৃঙ্গ ।

উঃ-তৃতীয়

 5. লা শব্দের অর্থ ---- গিরিপথ  / গিরিখাত / গিরিশিখর ।

উঃ-গিরিপথ

6.সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ ---- মুলানগিরি / ধূপগড় / মানপুর ।

উঃ-ধূপগড়

7.পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ ---- মলয়গিরি / মহেন্দ্রগিরি / আর্মাকোন্ডা ।

উঃ-আর্মাকোন্ডা

8.পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ----- দোদাবেতা / কালসুবাই / আনাইমুদি ।

উঃ-আনাইমুদি

9.দক্ষিণ ভারতের শস‍্যভান্ডার বলা হয় ---- করমন্ডল / কঙ্কণ /মালাবার উপকূলকে ।

উঃ- করমন্ডল

10.কাঞ্চণজঙ্ঘার উচ্চতা --- 8848 মিটার / 8611 মিটার / 8586 মিটার ।

উঃ- 8586 মিটার

11.পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ অবস্থিত ---- হিমাচল / হিমাদ্রি / শিবালিক হিমালয়ে ।

উঃ- হিমাদ্রি

12.ভারতের পূর্বসীমা বরাবর আছে ----- নাগা / নামচাবার‌ওয়া /ডাফালা পর্বত ।

উঃ- নাগা

13.শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন অরণ‍্যাবৃত অঞ্চল হল --- তরাই / ভাবর / ডুয়ার্স ।

উঃ- তরাই

 14. গারো পাহাড় অবস্থিত ----  অরুণাচল প্রদেশে / মেঘালয়ে / মণিপুরে ।

উঃ-মেঘালয়ে

 15.পূর্ব-পশ্চিমে প্রসারিত সমান্তরাল হিমালয়ের শ্রেণিগুলির সর্ব দক্ষিণে আছে ----- টেথিস / শিবালিক / হিমাচল হিমালয় ।

উঃ-শিবালিক

 16.উপদ্বীপীয় মালভূমি অঞ্চলকে দ্বিধাবিভক্ত করেছে ---- তাপ্তী / নর্মদা / মহানদী ।

উঃ-নর্মদা

17.মালাবার উপকূলের আবদ্ধ জলাভূমিকে বলে ----- কয়াল / উপহ্রদ / লেগুন ।

উঃ- কয়াল

18.গঙ্গার শীর্ষ নদীর নাম --- ভাগীরথী / হূগলি / অলকানন্দা ।

উঃ-ভাগিরথী

19.দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী  হল---  গোদাবরী / কৃষ্ণা /কাবেরী ।

উঃ-গোদাবরী

20.শিবসমুদ্রম জলপ্রপাত --- কাবেরী / কৃষ্ণা / গোদাবরী নদীতে অবস্থিত ।

উঃ-কাবেরী

 21.দক্ষিণ ভারতের গঙ্গা বলে --- কাবেরী / গোদাবরী / কৃষ্ণা নদীতে ।

উঃ-গোদাবরী

 22.ভারতের বৃহত্তম কয়াল হল --- ভেম্বানাদ কয়াল / চিল্কা / ভীম ।

উঃ-ভেম্বানাদ কয়াল

23.ভারতের বৃহত্তম উপহ্রদ --- কোলেরু / চিল্কা / পুলিকট ।

উঃ- চিল্কা

 24.সিকিম ও তিব্বতের মধ্যে --- জোজিলা / নাথুলা / খাইবার ।

উঃ-নাথুলা

25.পশ্চিমঘাট পর্বতের উত্তর ভাগের নাম --- হিমাদ্রি / সহ‍্যাদ্রি / শিবালিক ।

উঃ- সহ‍্যাদ্রি ।

26.টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উঃ- লিওপারগেল

27.ভারতের বৃহত্তম হ্রদ কোনটি ?

উঃ- উলার হ্রদ

28.ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি ?

উঃ- সিয়াচেন ।

29.কোন পর্বতকে বসুধার ধবলশীর্ষ বলা হয় ?

উঃ- কারাকোরাম পর্বতকে ।

30.গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উঃ- নুকরেক ।

31.ধুঁয়াধার জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ?

উঃ- নর্মদা নদীতে ।

32.পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উঃ- জিন্দাগাধা ।

33.নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উঃ- দোদাবেতা ।

34.দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উঃ- আনাইমুদি ।

35.পশ্চিমঘাটের দক্ষিণতম শৃঙ্গের নাম কি ?

উঃ- অগস্ত‍্যকূটম ।

36.কচ্ছ শব্দের অর্থ কী ?

উঃ- জলময় দেশ ।

37.আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উঃ- স‍্যাডল পীক ।

38.অরুনাচলপ্রদেশে ব্রহ্মপুত্র নদ কি নামে পরিচিত ?

উঃ- ডিহং

39.শ্রীনগর ও জম্মুর মধ্যে কোন গিরিপথ অবস্থিত ?

উঃ- বানিহাল ।

40.ভারতের উচ্চতম শহর কোনটি ?

উঃ- লে ।

41.লোকটাক হ্রদ কোন রাজ‍্যে অবস্থিত ?

উঃ- মণিপুর ।

42.ভারতের বৃহত্তম লবনাক্ত জলের হ্রদ কোনটি ?

উঃ-সম্বর ।

43.ভারতের উচ্চতম হ্রদ কোনটি ?

উঃ- প‍্যাংগং

44.হুড্রু জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ?

উঃ- সুবর্ণরেখা নদীতে ।

45.ভারতের নর‌ওয়েস্টার কাকে বলে ?

উঃ- কালবৈশাখী ঝড়কে ।

46.ভারতের উষ্ণ ও শুষ্ক ঝড় রাজস্থানে কি নামে পরিচিত ?

উঃ- আঁধি ।

ভারতের প্রতিবেশী দেশ ও তাদের রাজধানী .....

1.নেপাল                      কাঠমান্ডু

2.ভুটান                         থিম্পু

3.বাংলাদেশ                   ঢাকা

4.মায়ানমার                  নেপাইদাউ

5.শ্রীলঙ্কা              শ্রীজয়বর্ধনেপুরাকোট্টে

6.পাকিস্থান                    ইসলামাবাদ

7.চিন                             বেজিং

8.মালদ্বীপ                         মাল

9.আফগানিস্থান                কাবুল 

আমাদের দেশ ভারতবর্ষ



1.ভারতের অবস্থান এশিয়ার --- উত্তরে / দক্ষিণে / পশ্চিমে ।

উঃ- দক্ষিণে ।

2.ভারত একটি ---- উপদ্বীপীয় /দ্বীপময় /মালভূমি  প্রধান রাষ্ট্র ।

 উঃ-উপদ্বীপীয়

3. ভারতের পশ্চিমতম বিন্দু হল --- কিবিথু / গুহারমোটর / ইন্দিরা কল ।

উঃ-গুহারমোটর

4.ভারতের পূর্বতম বিন্দু হল --- ইন্দিরা কল / কিবিথু / গুহারমোটর ।

উঃ- কিবিথু

5. ভারতের উত্তরতম বিন্দু হল ---- ইন্দিরা কল / ইন্দিরা পয়েন্ট /কিবিথু ।

উঃ-ইন্দিরা কল

6.ভারতের দক্ষিণতম বিন্দু হল --- ইন্দিরা পয়েন্ট / ইন্দিরা কল / পোর্টব্লেয়ার ।

উঃ- ইন্দিরা পয়েন্ট

7.ভারতের বৃহত্তম রাজ‍্য হল --- উত্তরপ্রদেশ / রাজস্থান / মহারাষ্ট্র ।

উঃ- রাজস্থান

8.ভারতের ক্ষুদ্রতম রাজ‍্য হল ---- অরুনাচল প্রদেশ / সিকিম / গোয়া ।

উঃ- গোয়া

9.জনসংখ‍্যার বিচারে ভারতের বৃহত্তম শহর  হল ------ দিল্লি / কলকাতা /মুম্বাই ।

উঃ- মুম্বাই

10. ভারতের জনবিরল রাজ‍্য হল ----- অরুনাচল প্রদেশ / সিকিম / গোয়া ।

উঃ- অরুণাচল প্রদেশ

11.ভারতের জনবহুল রাজ‍্য হল ---- উত্তরপ্রদেশ / কেরালা / পশ্চিমবঙ্গ ।

উঃ- উত্তরপ্রদেশ

12. ভারতীয় সংবিধানে স্বীকৃত ভাষার সংখ্যা ---- 20 / 22 / 28 টি ।

উঃ-22 টি

13.ভারত ও চিন --- ডুরান্ট / রেডক্লিফ / ম‍্যাকমোহন সীমারেখা দ্বারা পৃথক ।

উঃ- ম‍্যাকমোহন

14.পাকিস্থান / ভুটান / নেপাল / বাংলাদেশ -এর সাথে ভারতের সর্বাধিক সীমারেখা বিস্তৃত ।

উঃ- বাংলাদেশ

15.ভারতে মোট রাজ‍্য হল ---- 28 / 29 /27 টি ।

উঃ- 29 টি

16.গোয়া ভারতের -- 25 / 26/ 24 তম রাজ‍্য ।

উঃ- 25 তম

17.ভারতের 29তম রাজ‍্য হল ---- ঝাড়খণ্ড / গোয়া / তেলেঙ্গানা / উত্তরাখণ্ড ।

উঃ- তেলেঙ্গানা

18. 1956 সালে ভারতের রাজ‍্যভাগের প্রধান ভিত্তি ছিল -- ভাষা / জাতি / সংস্কৃতি / দাঙ্গা ।

উঃ- ভাষা

19.ক্ষেত্রফলের দিক থেকে ভারতের স্থান পৃথিবীতে ---- পঞ্চম / সপ্তম /তৃতীয় ।

উঃ- সপ্তম

20.ভারতের যে দুটি রাজ‍্যের রাজধানী একটাই সেগুলো হলো --- পাঞ্জাব‌ ও রাজস্থান / হরিয়ানা ও রাজস্থান / পাঞ্জাব ও হরিয়ানা ।

উঃ- পাঞ্জাব ও হরিয়ানা

21.বিবেকানন্দ রক অবস্থিত --- তামিলনাড়ু / কেরল / কর্ণাটক রাজ্যে ।

উঃ- তামিলনাড়ু

22.কোনারকের সূর্য মন্দির অবস্থিত ভারতের ----- পশ্চিমবঙ্গ / ওড়িশা / অন্ধ্রপ্রদেশ রাজ‍্যে ।

উঃ- ওড়িশা

23.কর্কটক্রান্তি রেখা ভারতের --- তামিলনাড়ু / কাশ্মীর / পশ্চিমবঙ্গ রাজ্যের ওপর দিয়ে প্রসারিত ।

উঃ- পশ্চিমবঙ্গ

24.ভারতে কেন্দ্রশাসিত অঞ্চল আছে -- 5 / 7 / 8 টি ।

উঃ- 7 টি

25.ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হল --- নেপাল / ভুটান / মালদ্বীপ ।

উঃ- মালদ্বীপ

26.ভারতের স্বাক্ষরতার হার ----- 70% / 74.04% / 73%  ।

উঃ- 74.04%

পৃথিবী সম্পর্কে


Earth 














1.যেখানে আকাশ এসে পৃথিবীতে মেশে তাকে বলে ---
দিগন্ত / সীমান্ত /মরুদ্যান ।

উঃ-দিগন্ত

2.পৃথিবী আসলে গোলাকার প্রথম বলেন ---- পিথাগোরাস / এরাটোসথেনিস/ টলেমি ।

উঃ- এরাটোসথেনিস ।

3.পৃথিবীর গড় ব‍্যাসার্ধ --- 4600 / 6400 / 6040 কিমি ।
উঃ-6400 কিমি ।

4.পৃথিবীর পরিধি প্রায় ---- 45000 / 12714 / 40000 কিমি ।
উঃ-40000 কিমি ।

5.পৃথিবীর নিরক্ষীয় ব‍্যাস ও মেরুব‍্যাসের মধ্যে ব‍্যবধান --- 42 / 52 / 62 কিমি ।

উঃ-42 কিমি

6.কোনো বস্তুর ওজন নিরক্ষরেখায় ---- কম হয় / বেশি হয় / এক‌ই থাকে ।

উঃ- কম হয় ।

7. পৃথিবীতে মোট অক্ষ রেখার সংখ্যা ---- 90 / 179 / 88 টি ।

উঃ- 179 টি ।

8.মূলমধ‍্য রেখার মান ------ 90° / 0° / 50° ।

উঃ- 0° ।

9.মহাবৃত্ত বলা হয় ---- নিরক্ষরেখা / মূলমধ্যরেখা / কর্কটক্রান্তি রেখা কে ।

উঃ- নিরক্ষরেখা কে ।

10.ভারতের উপর দিয়ে যে অক্ষরেখা প্রসারিত সেটি হল --- নিরক্ষরেখা / কর্কটক্রান্তি রেখা / মকরক্রান্তিরেখা ।

উঃ- কর্কটক্রান্তি রেখা ।

11.অক্ষরেখা গুলি হল ---- পূর্ণবৃত্ত / অর্ধবৃত্ত / সমবৃত্ত ।

উঃ- পূর্ণবৃত্ত ।

12.বিষুবরেখা হল ----- মূলমধ্যরেখা / কর্কটক্রান্তি রেখা / নিরক্ষরেখার আর এক নাম ।

উঃ- নিরক্ষরেখা ।

13.পৃথিবীর মোট দ্রাঘিমা রেখার সংখ্যা ----- 178 / 360 / 88 টি ।

উঃ- 360 টি ।

14. 180° দ্রাঘিমা রেখার অপর নাম ---- নিরক্ষরেখা / কর্কটক্রান্তি রেখা / আন্তর্জাতিক তারিখ রেখা ।

উঃ- আন্তর্জাতিক তারিখ রেখা ।

15.অক্ষরেখাগুলির অপর নাম --- নিরক্ষরেখা /সমাক্ষরেখা / মূলমধ্যরেখা ।

উঃ- সমাক্ষরেখা ।

16.দ্রাঘিমারেখাকে --- সমাক্ষরেখা / নিরক্ষরেখা / দেশান্তররেখা বলে ।

উঃ- দেশান্তররেখা ।

17. অক্ষাংশ পরিমাপ  করার যন্ত্রের নাম হল ---  ক্রেসকোগ্রাফ / সেক্সট‍্যান্ট / ব‍্যারোমিটার ।

উঃ- সেক্সট‍্যান্ট ।

18.পৃথিবীতে  আলো ও অন্ধকার যে বৃত্তাকার সীমারেখায় পরস্পর মিলিত হয় তাকে বলে ---- অধিবৃত্ত / উপবৃত্ত / ছায়াবৃত্ত ।

উঃ- ছায়াবৃত্ত ।

19.নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ ঘন্টায় ---- 1670 / 1550 / 1450 কিমি ।

উঃ- 1670 কিমি ।

20.অস্ট্রেলিয়ার মানুষেরা বড়ো দিন উৎসব পালন করে -----  গ্রীষ্মকালে / শীতকালে / বর্ষা কালে ।

উঃ- গ্রীষ্মকালে ।

সৌরজগৎ

   সৌরজগৎ সম্পর্কে:----


1. সূর্য বাদে আমাদের সবচেয়ে কাছের তারা কোনটি ?
সাইরিয়াস/আলফা সেন্টাউরি/প্রক্সিমা সেন্টাউরি/বেটেলডেক্স।
উঃ:প্রক্সিমা সেন্টাউরি ।

2.সূর্য থেকে আলো আসতে সময় নেয় ---
8মিনিট 20সেকেন্ড/10মিনিট 10সেকেন্ড/15মিনিট15সেকেন্ড ।
উঃ -8মিনিট 20সেকেন্ড ।
3.উত্তর আকাশে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র ----
শুকতারা/ধ্রুব তারা/হ‍্যাডলির অকট‍্যান্ট ।
উঃ -শুকতারা ।

4.সৌর জগতে বামন গ্রহের সংখ্যা ---2/5/8 টি
উঃ -5 টি ।
5.সৌরপরিবারের অন্তঃস্থ গ্রহের সংখ্যা---6/4/5 ।
উঃ- 4 টি ।
6.সৌরজগতের শীতলতম গ্রহ--- নেপচুন/ইউরেনাস/বুধ ।
উঃ - ইউরেনাস ।
7.সবুজ গ্রহ হল--- পৃথিবী/নেপচুন /ইউরেনাস ।
উঃ- ইউরেনাস 
8.পরিক্রমণে সর্বাধিক সময় লাগে --- নেপচুনের/শনির/ইউরেনাসের ।
উঃ- নেপচুন 
9.পৃথিবী থেকে ----- চাঁদকে ছোটো, সূর্যকে বড়ো /চাঁদ সূর্য দুটোই সমান /সূর্যকে ছোটো , চাঁদকে বড়ো দেখায় ।
উঃ - চাঁদ সূর্য দুটোই সমান ।
10.সৌরজগতের উষ্ণতম গ্রহ --- বুধ/শুক্র /বৃহস্পতি ।
উঃ - শুক্র ।
11.সৌরজগতের বৃহত্তম গ্রহাণু ---- সেরেস/হার্সেস/আর্যভট্ট ।
উঃ - সেরেস
12.সৌরজগতের বৃহত্তম উপগ্রহ ---  মিরান্ডা /ট্রাইটন /টাইটান ।
উঃ - টাইটান ।
13.সৌরঝড় তীব্র হয় --- 10/11/12 বছর অন্তর ।
উঃ - 11 বছর অন্তর ।
14.পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে না -- মঙ্গল গ্রহ / শুক্র গ্রহ /নেপচুন গ্রহ ।
উঃ -শুক্র গ্রহ ।
15.সৌরপরিবারের বহিঃস্থ গ্রহের সংখ্যা --- 5/4/6 টি ।
উঃ- 4টি ।
16.যে গ্রহের 1 দিন 1 বছরের চেয়ে বড়ো সেটি হল --- বুধ /বৃহস্পতি /শুক্র গ্রহ ।
উঃ- শুক্র ।
17.সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ --- পৃথিবী / বৃহস্পতি / শুক্র ।
উঃ- শুক্র ।
18.সৌরজগতের বৃহত্তম বামন গ্রহ --- প্লুটো/ এরিস /ইউরোপা ।
উঃ-এরিস ।
19.সৌরজগতের ক্ষুদ্রতম বামন গ্রহ --- প্লুটো / এরিস / সেরেস ।
উঃ- সেরেস ।
20.সৌরজগতের বৃহত্তম অন্তঃস্থ গ্রহ হল --- শুক্র / পৃথিবী /বৃহস্পতি ।
উঃ- পৃথিবী ।
21.যে গ্রহটি সবচেয়ে দ্রুত পরিক্রমণ করে সেটি হল --- বুধ / শনি / ইউরেনাস ।

উঃ- বুধ
22.শনি ছাড়া আর যে গ্রহের বলয় আছে সেটি হল -- শুক্র /ইউরেনাস /নেপচুন ।
উঃ- ইউরেনাস ।

FIFA World cup 2018



⚽Golden Ball--Luka Modric(Croatia)
⚽Golden Gloves-- Thebaut Courtois(Belgium)
⚽Golden Boot -- Harry  Kane(England)
⚽Young Emerging Player --Kylian Mbappe(France)
⚽ Final Match -- 6 goals
⚽Final match Venue -  Luzhniki Stadium(Moscow)
*Word cup 2022 Qatar